কলকাতা:‘এত সুর আর এত গান’- সহ বহু জনপ্রিয় গানের গায়ক সঙ্গীতশিল্পী সুবীর সেন মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ৮১ বছর বয়েসে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি প্রস্টেটের সমস্যা, হার্নিয়া, নিঃশ্বাসের সমস্যা, স্নায়ুতে চাপজনিত সমস্যায় ভুগছিলেন।
সুবীর সেনের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গীত শিল্পীর মৃত্যুর খবর প্রকাশ হতেই পশ্চিমবঙ্গের শিল্পী মহলে শোকের ছায়া নেমে আসে।
১৯৫৬ সালে সুবীর সেন তার প্রথম রেকর্ড করেন। গীতিকার-সুরকার সুধীন দাশগুপ্তের লেখা ‘ঐ উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন’ বাঙলা গানের শ্রোতাদের কাছে আজও অন্যতম প্রিয় সঙ্গীত।
হিন্দি চলচ্চিত্রেও গান গেয়েছিলেন সুবীর সেন। ‘মঞ্জিল ওহি হ্যায় প্যার কি, রাহি বদল গয়ে’ তার প্রথম হিন্দি গান।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা,২৯ ডিসেম্বর , ২০১৫
ভি.এস/আরআই