ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় মনিপুরিদের পুথিবা লাইহারওবা উৎসব

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
আগরতলায় মনিপুরিদের পুথিবা লাইহারওবা উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার আগরতলায় শুরু হয়েছে মনিপুরি সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব পুথিবা লাইহারওবা।

রোববার (১০ই জানুয়ারি)  বিকেলে রাজধানীর অভয়নগর এলাকায় এই উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ভানু লাল সাহা।

এসময় উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রাসাদ দত্ত, আগরতলা পুরনিগমের মেয়র ইন কাউন্সিল ফুলন ভট্টাচার্য্যসহ মনিপুরি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মূলত মনিপুরি সম্প্রদায়ের প্রথাগত নৃত্য, সংগীতসহ অস্ত্র চালনার কলাকৌশল তুলে ধরা হয়। এতে মনিপুর রাজ্য থেকেও একাধিক সাংস্কৃতিক দল যোগ দেয়।

এবার উৎসবের ষষ্ঠ বছর। এ উৎসব চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত।

পুথিবা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল সোসাইটি ও পুথিবা লাইহারওবা কমিটির উদ্যোগে এবং ত্রিপুরার তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় চলছে এ উৎসব।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।