ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা রাজ্যের ১০টি থানায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
ত্রিপুরা রাজ্যের ১০টি থানায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে

আগরতলা: ত্রিপুরা রাজ্যের মোট ১০টি থানায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে সোমবার রাজ্য বিধানসভায় এই তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যের কতগুলো থানাতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে? বিরোধী কংগ্রেস দলের বিধায়ক রতন লাল নাথ বিধানসভার চলতি অধিবেশনে লিখিত প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান।



বিধায়কের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার জানান, রাজ্যের মোট ১০টি থানায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

এই থানাগুলি হল বিলোনিয়া, আর কে পুর, বিশালগড়, পশ্চিম আগরতলা, পূর্ব আগরতলা, খোয়াই, আমবাসা, কৈলাসহর, কমলাসাগর ও ধর্মনগর থানা।

তবে রাজ্যের অপর ৬৫টি পুলিশ স্টেশনে সিসি ক্যামেরা লাগানো হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরআই/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।