ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা-আখাউড়া রেল রাস্তা ঘুরে দেখলেন রেলমন্ত্রী

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আগরতলা-আখাউড়া রেল রাস্তা ঘুরে দেখলেন রেলমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: প্রস্তাবিত আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের সম্ভাব্য রাস্তা ঘুরে দেখলেন ভারতের রেল মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী মনোজ সিনহা।

মঙ্গলবার (১২ই জানুয়ারি) বিকেলে তিনি পশ্চিম জেলার বাংলাদেশ সীমান্তবর্তী নিশ্চিন্তপুর সীমান্ত ঘুরে দেখেন।



নিশ্চিন্তপুর থেকে মন্ত্রী চলে আসেন আগরতলা- আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে, সেখানে তিনি ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্বারা সৌহার্দ্য পূর্ণ পরিবেশে সূর্যাস্তের সময় নিজ নিজ দেশের জাতীয় পতাকা নামানোর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের হাতে উপহার স্বরূপ মিষ্টি তোলে দেন।

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
বিএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।