ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় মাশরুম চাষের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
ত্রিপুরায় মাশরুম চাষের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে

আগরতলা: ভারতের ত্রিপুরা রাজ্যে বর্তমানে ৮১২ জন মাশরুম চাষী রয়েছেন। ২০১৪-১৫ অর্থবছরে রাজ্যে ১৬.৫৬৪ মেট্রিক টন মাশরুম চাষ হয়েছে।



রাজ্যে মাশরুমের বীজ উৎপাদনের জন্য ৫টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রগুলো থেকে ২৬০১৬ প্যাকেট বীজ উৎপাদন করা হয়।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিধানসভা অধিবেশনের প্রশ্ন-উত্তর পর্বে এ তথ্য জানান ত্রিপুরার কৃষি দফতরের মন্ত্রী অঘোর দেববর্মা। বিধায়ক সমীর দেব সরকারের প্রশ্নে উত্তরে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী আরও জানান, কৃষকদের মাশরুম চাষে উৎসাহিত করতে রাজ্য সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে- মাশরুম চাষে প্রশিক্ষণ দেওয়া, স্বল্প মূল্যে কৃষকদের মধ্যে মাশরুমের বীজ বিতরণ ইত্যাদি।

এখন খাবার হিসেবে দিন দিন মানুষের মধ্যে মাশরুমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে তাই এটি লাভজনক চাষে পরিণত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।