ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বিষ মাখানো খাবার খেয়ে সন্তানের মৃত্যু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
ত্রিপুরায় বিষ মাখানো খাবার খেয়ে সন্তানের মৃত্যু

আগরতলা: নিজের স্বামীকে মারার উদ্দেশে রাখা বিষ মাখানো খাবার খেয়ে মৃত্যু হল সন্তানের।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) ত্রিপুরার পশ্চিম জেলার রাধাপুরের গোবিন্দ ঠাকুর পাড়ায় এ ঘটনা ঘটে।


 
ঘটনার বিবরণে জানা যায়, গোবিন্দ ঠাকুর পাড়ার বাসিন্দা গৌতম দেববর্মার স্ত্রী সীতা রাণী দেববর্মা স্বামীকে হত্যার উদ্দেশে তার চায়ের কাপে বিষ মিশিয়ে খেতে দেয়, কিন্তু ভুল বসত গৌতম চা না খেয়ে বাড়ি থেকে বের হয়ে যান।
 
এই চা খায় তাদের দুই সন্তান মারিয়া (১২) ও সিরিয়া (৪)। বিষের প্রভাবে চা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সিরিয়ার মৃত্যু হয়। গুরুতর অসুস্থ্য অবস্থায় মারিয়াকে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এভাবে শিশু মৃত্যুর ঘটনায় গোবিন্দ ঠাকুর পাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সীতা রাণী দেববর্মা তার স্বামী গৌতম দেববর্মাকে হত্যার চেষ্টা করে ছিল বলে এলাকাবাসীর ধারনা।

গৌতম দেববর্মা রাধাপুর থানায় তার স্ত্রীর বিরোদ্ধে মামলা দায়ের করলে পুলিশ সীতা রাণী দেববর্মাকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।