ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন (২৩ জানুয়ারি, শনিবার) ও ভারতের প্রজাতন্ত্র দিবসকে (২৬ জানুয়ারি, মঙ্গলবার) সামনে রেখে পুরো ত্রিপুরা রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আভ্যন্তরীণ নিরাপত্তার কথা চিন্তা করে প্রতি বছর স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের আগে পুরো রাজ্যের নিরাপত্তা বাড়ানো হয়।

নজরদারি বাড়ানো হয় শহরের জনবহুল এলাকায়ও।

তবে এবার পাঠানকোট বিমানঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

শুক্রবার (২২ জানুয়ারি) রাজধানী আগরতলার মোটরস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় স্নিফারডগ ও মেটাল ডিটেক্টর নিয়ে যানবাহনসহ বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন সদর মহকুমার এসডিপিও রাজেন্দ্র দত্ত।

তিনি জানান, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নজরদারি বাড়ানো হয়েছে। ২৭ জানুয়ারি (বুধবার) পর্যন্ত চলবে এ বিশেষ নজরদারি।

বাংলাদেশ সময়: ২৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।