ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে কামদুনি গণধর্ষণে ৬ জন দোষী সাব্যস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
পশ্চিমবঙ্গে কামদুনি গণধর্ষণে ৬ জন দোষী সাব্যস্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গের কামদুনিতে এক কলেজ শিক্ষার্থীকে গণধর্ষণ মামলায় ছয়জনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। তবে, বেকসুর খালাস দেওয়া হয়েছে দুইজনকে।



বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) কলকাতার নগর দায়রা আদালতের বিচারক সঞ্চিতা সরকার এ আদেশ দেন। দোষীদের বিরুদ্ধে শুক্রবার (২৯ জানুয়ারি) সাজা ঘোষণা করা হবে।

২০১৩ সালের জুনে কামদুনিতে বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন ওই কলেজ শিক্ষার্থী। অপহরণকারীরা তাকে গণধর্ষণের পর হত্যা করে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নয়জনকে আটক করে বিচারের মুখোমুখি করা হয়। এরমধ্যে বিচার চলাকালে মারা যায় এক অভিযুক্ত।

বাকি আটজনের বিচার করে আদালত বৃহস্পতিবার এ আদেশ দিলেন।

এদিকে, দোষীদের কঠোর শাস্তির দাবিতে আদালতে বিক্ষোভ করেছে বিভিন্ন নারী ও মানবাধিকার সংগঠন। হত্যাকাণ্ডে শিকার ওই কলেজ শিক্ষার্থীর পরিবারও দোষীদের ফাঁসির দাবি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
ভিএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।