ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বইমেলায় অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
কলকাতা বইমেলায় অগ্নিকাণ্ড

কলকাতা: কলকাতা বইমেলার একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে সেখানে কর্তব্যরত দমকল কর্মীরা তাৎক্ষিণকভাবে আগুন নেভান।



শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় মেলার ২২৩ নম্বর স্টলের পেছনের একটি খাবার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মেলা কর্তৃপক্ষ জানায়, এ অগ্নিকাণ্ডের ঘটনায় উল্লেখযোগ্য কোনো কিছু ক্ষতি হয়নি। সকালে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে নিরাপত্তাকর্মীরা এই আগুন লাগার বিষয়টি বুঝতে পারেন।

শট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
ভিএস/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।