ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জুন ২৪, ২০১১
মমতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

কলকাতা: পশ্চিমবঙ্গের শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি ও ভারতে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার স্যার রির্চাড স্ট্যাগ।

বৃহস্পতিবার কলকাতার মহাকরণে তারা এ বৈঠক করেন।

বৈঠকে রাজ্যে অর্থমন্ত্রী অমিত মিত্রও উপস্থিত ছিলেন । বৈঠকের পর রির্চাড স্ট্যাগ বলেন, ‘নতুন সরকারের উদ্যোগে পশ্চিমবঙ্গে যে উন্নয়নের প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে সহযোগিতা করবে যুক্তরাজ্য সরকার। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতা করা হবে। ’

পশ্চিমবঙ্গে যুক্তরাজ্যের বিনিয়োগের বিষয়ে এদিন সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জুন ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।