ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা-শিলচর রুটে ট্রেন চলাচল শুরু

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
কলকাতা-শিলচর রুটে ট্রেন চলাচল শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: কলকাতার সঙ্গে দক্ষিণ আসামসহ ত্রিপুরা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা আরও এক ধাপ এগোলো।

সোমবার (১ ফেব্রুয়ারি) আসামের শিলচর রেলওয়ে স্টেশন থেকে কলকাতার শিয়ালদহ স্টেশনের উদ্দেশে ছেড়ে যায় ট্রেন ‘কাঞ্চনজঙ্ঘা’।



এদিন ভারতীয় সময় সকাল ১০টা নাগাদ ২৫৫৫৮ নম্বরের আপ ট্রেনটি শিলচর স্টেশন থেকে কলকাতার উদ্দেশে যাত্রা শুরু করে। ট্রেনটি মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা নাগাদ শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে। একইভাবে এদিন ২৫৫৫৭ নম্বরের ডাউন ট্রেনটি সকাল সাড়ে ৬টায় শিয়ালদহ স্টেশন থেকে শিলচরের উদ্দেশে ছাড়বে।

সোম, বুধ ও শুক্র- সপ্তাহের তিনদিন শিলচর থেকে এবং মঙ্গল, বৃহস্পতি ও রোববার শিয়ালদহ থেকে ছাড়বে কাঞ্চনজঙ্ঘা।

শিলচর থেকে কলকাতার মধ্যে সরাসরি ট্রেন চালু হওয়ায় আসামের বরাক উপত্যকার মানুষ যেমন উপকৃত হবেন, তেমনি ত্রিপুরা রাজ্যের উত্তর জেলা, ঊনকোটিসহ ধলাই জেলার মানুষ সহজে কলকাতাসহ দেশের মূল ভূখণ্ডের অন্য রাজ্যের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।