ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সুন্দরবনে বাঘের আক্রমণে নিহতদের পরিবারের পাশে মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, জুন ২৬, ২০১১
সুন্দরবনে বাঘের আক্রমণে নিহতদের পরিবারের পাশে মমতা

কলকাতা: পশ্চিমবঙ্গের সুন্দরবনের জঙ্গলে বিভিন্ন সময় কাঠ, মধু ও মাছ সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে নিহত মানুষজনের পরিবারের পাশে এবার দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন অংশের গোসবায় নিহত এই মানুষজনের স্ত্রীরা থাকেন।

এই অসহায় নারীদের নাম অনুসারে এখনকার নাম ‘বিধবা পল্লী’। এখানে বসবাস করেন প্রায় ৩ হাজার বিধবা।

এদের প্রত্যেকের স্বামী বিভিন্ন সময়ে জঙ্গলে গিয়ে বাঘের আক্রমনে প্রাণ দিয়েছেন। এদের মধ্যে ৯০ শতাংশই তফসিলি জাতিভুক্ত। নদীতে মীন (চিড়িং’রপোনা) সংগ্রহ করে এরা জীবিকা নির্বাহ করেন।

এদের আর্থিক ও সামাজিক উন্নয়নে রাজ্য সরকার একটি বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা দিয়েছে।

শনিবার মহাকরণে সাবেক সিবিআই অধিকর্তা ও বর্তমান রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী উপেন বিশ্বাস বলেন,‘ কেন্দ্রীয় সোশ্যাল জাস্টিস মন্ত্রকের সঙ্গে দিল্লিতে সম্প্রতি এক আলোচনায় রাজ্যের বিপুল সংখ্যক ভূমিহীন তফসিলি জাতি ও উপজাতিভুক্ত কৃষক এবং সুন্দরবনের বিধবা পল্লীর বিধবা নারীদের উন্নয়নের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণার প্রয়োজনীয়তার উপর জোর দেয়া হয়েছে। ’

সেই সুত্র ধরেই এখানে আর্থিক প্যাকেজের ঘোষণা বলে জানিয়েছেন উপেন বিশ্বাস।

বাংলাদেশ সময়: ০২০৬ ঘন্টা, জুন ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।