ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার খোয়াই জেলা মাদক বিরোধী অভিযান

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
ত্রিপুরার খোয়াই জেলা মাদক বিরোধী অভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলার লালছড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে পুলিশ।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) খোয়াইয়ের এসডিপি ও রাজীব সেনগুপ্তের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে।



অভিযানে দীপঙ্কর দাস নামে এক বিক্রেতার বাড়ি থেকে প্রচুর পরিমাণ মদ, নিষিদ্ধ কফ সিরাফ ও গাঁজাসহ মদের খালি বোতল জব্দ করা হয়।

পুলিশ মাদক বিক্রেতা দীপঙ্কর দাসকে আটক করে। পুলিশের ধারণা, খালি বোতলে ভেজাল মদ তৈরি করে বিক্রি করতেন দীপঙ্কর।
 
বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
ওএইচ/এসএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।