ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় মা-ছেলের মরদেহ উদ্ধার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ত্রিপুরায় মা-ছেলের মরদেহ উদ্ধার ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরা রাজ্যের পশ্চিম জেলার ডুকলী এলাকায় মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে ডুকলী এলাকা থেকে প্রথমে মা গৌরী চক্রবর্তীর এবং পরে ছেলে দেবব্রত চক্রবর্তীর মরদেহ উদ্ধার হয়।



এলাকাবাসী জানান, বাড়ির গৃহকর্তা দুলাল চক্রবর্তী শহরের এক মন্দিরের পূজারি। তিনি মন্দিরে এবং তার স্ত্রী গৌরী চক্রবর্তী ও ছেলে দেবব্রত চক্রবর্তী বাড়িতে থাকতেন। তিনি সকাল থেকে দুপুর পর্যন্ত বাড়িতে ফোন করলেও স্ত্রী বা ছেলে কেউ ফোন না ধরায় প্রতিবেশীদের জানান। প্রতিবেশীরা তাদের বাড়িতে গিয়ে গৌরী চক্রবর্তীকে অচেতন অবস্থায় ঘরের ভেতর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা করে জানান, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

পরে বাড়ির পুকুরপাড়ে রক্তের দাগ দেখা যায়। এ সময় ঘটনাস্থলে ছুটে যান পশ্চিম জেলার পুলিশ সুপার বিজয় নাগ, নিয়ে যাওয়া হয় ডগ স্কোয়াডও। পরে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালিয়ে পুকুর থেকে দেবব্রত চক্রবর্তীর মরদেহ উদ্ধার হয়।

পুলিশ সুপার বিজয় নাগ জানান, মা-ছেলে দু’জনকেই হত্যা করা হয়েছে।
এলাকাবাসীর দাবি, কারো সঙ্গে তাদের শত্রুতা নেই। তাই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারেননি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।