ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরা রাজ্যে জাতীয় কৃমিনাশক দিবস পালন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ত্রিপুরা রাজ্যে জাতীয় কৃমিনাশক দিবস পালন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ভারতজুড়ে বুধবার (১০ ফেব্রুয়ারি) পালিত হচ্ছে জাতীয় কৃমিনাশক দিবস। সারাদেশের মতো ত্রিপুরা রাজ্যেও পালিত হচ্ছে দিবসটি।



রাজ্যে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানী আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে। এতে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্য সচিব ওয়াই পি সিং, স্বাস্থ্য দপ্তরের সচিব এম নাগারাজু, পশ্চিম ত্রিপুরা জেলার প্রশাসক মিলিন্দ রামটেকসহ স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্মকর্তারা।

অনুষ্ঠানে অংশ নেয় আগরতলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও।

এর আগে, মুখ্য সচিব ওয়াই পি সিং শিক্ষার্থীদের মুখে কৃমিনাশক ট্যাবলেট খাইয়ে দিনের কর্মসূচির সূচনা করেন।

কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ১৯ বছর বয়সী সব ছেলে-মেয়েকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।