ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দিল্লিতে সাংবাদিক হামলার নিন্দা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
দিল্লিতে সাংবাদিক হামলার নিন্দা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন আগরতলার সাংবাদিকরা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আগরতলা প্রেসক্লাবের সামনে এক মৌন প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।



এতে আগরতলা প্রেসক্লাব ও ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্যরা কালো ব্যাজ পড়ে এ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় আগরতলা প্রেসক্লাব সম্পাদক আর কে কল্যাণ জিৎ সিং, সৃষ্টি ত্রিপুরা চ্যানেলের এমডি সত্যব্রত চক্রবর্তী, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সাজ্জাদ আলি প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্প্রতি জেএনইউ-তে শিক্ষার্থীদের আন্দোলনে খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলায় উকিলরা। এ ঘটনায় পুরো ভারত জুড়ে নিন্দার ঝড় বইছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬।
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।