ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জেএনইউ ইস্যুতে দেশব্যাপী আন্দোলনে যাচ্ছে বাম দলগুলো

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
জেএনইউ ইস্যুতে দেশব্যাপী আন্দোলনে যাচ্ছে বাম দলগুলো ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: জওহরলাল নেহরু ইউনিভার্সিটির (জেএনইউ) ছাত্রনেতা কানাইয়া কুমারকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন কর্মসূচি হাতে নিয়েছে বামফ্রন্ট।

রোববার (২১ ফেব্রুয়ারি) বিকালে আগরতলায় মেলার মাঠে সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির অফিস দশরথ দেব স্মৃতিভবনে এক সংবাদ সন্মেলনে এ কথা জানান দলের মুখপাত্র গৌতম দাস।



কানাইয়া কুমার ভারতবিরোধী কোনো স্লোগান দেননি দাবি করে এ সময় গৌতম দাস জানান, আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে বাম দলগুলো বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এরই ধারায় ত্রিপুরা রাজ্যজুড়ে বাম দলগুলো বিক্ষোভ প্রদর্শন করবে বৃহস্পতিবার।

বাংলাদেশ সময়: ০২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।