ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিঙ্গুর নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন মমতা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুন ২৯, ২০১১
সিঙ্গুর নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন মমতা

কলকাতা: টাটা মোটরসের পক্ষে সিঙ্গুরের জমি বন্টনকে কেন্দ্র করে ভারতের সুপ্রিম কোর্টের দেওয়া অর্ন্তবর্তী স্থগিতাদেশের রায়কে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বুধবার দুপুরে তিনি মহাকরণে সাংবাদিকদের বলেন, ‘এই রায়ে রাজ্য সরকারের হতাশ হবার কিছুই নেই।

সুপ্রিম কোর্টের রায় সরকারেরর বিরুদ্ধে যায়নি। ’

তিনি আরও বলেন, ‘টাটাদের আরজি অনুযায়ী সিঙ্গুরের জমি অধিগ্রহণ সম্পর্কিত আইনটি বাতিল করে দেয়নি সর্বোচ্চ আদালত। তাছাড়া জমি বণ্টন বিষয়ে সমস্ত কাজ বন্ধ করে দেওয়ার আরজিও খারিজ হয়ে গেছে। ’

তিনি মনে করেন, জমি হস্তান্তর প্রক্রিয়া শেষ হতে একমাসের ওপর সময় লাগবে। আর তাই সুপ্রিম কোর্টের তরফে হাইকোর্টকে এই বিষয়ে রায় জানানোর জন্যেও এক মাসের সময়সীমা দেওয়া হয়েছে।

এদিন মমতা ব্যানার্জি দাবি করেন, এই সময়ের মধ্যে রাজ্য প্রশাসন জমি জরিপ থেকে আবেদনসংক্রান্ত  সব কাজগুলি চালিয়ে যাবে। আর আদালতের রায় গরিব কৃষকদের পক্ষেই যাবে বলে তার আশা।

ভারতীয় সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।