ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় মানবাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আগরতলায় মানবাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলায় মানবাধিকার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত এ সেমিনারের বিষয়বস্তু ছিল ‘জেলের কয়েদি এবং চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক ক্ষেত্রে মানবাধিকার’।



সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কে জে সেনগুপ্ত, ত্রিপুরা মানবাধিকার কমিশনের দুই সদস্য আর পি মিনা এবং সমীরণ দাসসহ অন্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ ও বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংগঠনের কর্মীরা। সেমিনারে উপস্থিত বক্তারা মানবাধিকারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

ত্রিপুরা মানবাধিকার কমিশন ও ত্রিপুরা সরকারের আইন দফতরের যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।