ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা আগরতলায়, দাবি সুবীর ভৌমিকের

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা আগরতলায়, দাবি সুবীর ভৌমিকের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল আগরতলা শহরে ১৯৬২ সালে- এ দাবি দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ বিবিসি’র প্রাক্তন সাংবাদিক সুবীর ভৌমিকের।

তার দাবি, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত গোপনে পাহাড়-জঙ্গল ভেঙ্গে আগরতলা এসে পৌঁছেছিলেন।

তখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন শচীন্দ্র লাল সিং। তিনি বঙ্গবন্ধুকে জায়গা দিয়ে
ছিলেন। এখান থেকেই ভারত সরকারকে পূর্ব বাংলার বাঙালিদের পক্ষে আনার চেষ্টা হয়েছে ও পরে তা সফল হয়।

সুবীর ভৌমিকের আরও দাবি, ১৯৭১ সাল যদি ভারতের কূটনীতির একটি বড় সাফল্য হয়, তবে এতে ত্রিপুরা রাজ্যের একটি বিরাট বড় ভূমিকা রয়েছে।

সম্প্রতি প্রকাশিত সুবীর ভৌমিকের ‘দ্য আগরতলা ডক্ট্রিন’ বই সম্পর্কে বৃহস্পতিবার (০৩ মার্চ) সন্ধ্যায় ‘ভারতের পররাষ্ট্রনীতিতে রাজ্যগুলোর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আগরতলা প্রেসক্লাবে।

আলোচনা সভায় এ মত ব্যক্ত করেন সুবীর ভৌমিক।

সভায় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক গৌতম দাস, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক সেলিম শাহ ও গৌতম চাকমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।