ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নবম আগরতলা ম্যারাথনের ব্যাটন এলো বাংলাদেশে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
নবম আগরতলা ম্যারাথনের ব্যাটন এলো বাংলাদেশে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ‘রান ফর স্টেট, রান ফর ইউনিটি’ এ ভাবনাকে সামনে রেখে ২৭ মার্চ আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে নবম আগরতলা ম্যারাথন। ম্যারাথনের আগে এখন চলছে মৈত্রী ব্যাটন পরিভ্রমণ।



সোমবার (১৪ মার্চ) মৈত্রী ব্যাটন এসেছে বাংলাদেশে।

এদিন দুপুরে আগরতলা ম্যারাথনের প্রতিষ্ঠাতা ডা. বৃন্দাবন বিহারী দাশ কাঠিয়া বাবা মহারাজের নেতৃত্বে নয় সদস্যের একটি টিম আখাউড়া সীমান্ত হয়ে বাংলাদেশে আসে। ব্যাটনটি বহন করেন ত্রিপুরার প্রথম অর্জুন পুরস্কারপ্রাপ্ত জিমনাস্ট মন্টু দেবনাথ।

মঙ্গলবার (১৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের প্রতিনিধি দলের পাশাপাশি উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা। এর পরদিন ব্যাটনটি নিয়ে যাওয়া হবে সিলেটের হবিগঞ্জ শহরে।

এছাড়াও বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে সবশেষে ১৭ মার্চ ব্যাটনটি ত্রিপুরায় ফিরবে বলে জানান আয়োজকরা।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এএটি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।