ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মহাকরণের ‘ক্যান্টিন হল’ ভেঙে কফি শপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১১
মহাকরণের ‘ক্যান্টিন হল’ ভেঙে কফি শপ

কলকাতা: ঐতিহাসিক মহাকরণের ক্যান্টিন হল ভেঙে তৈরী করা হচ্ছে বেসরকারি সংস্থার কপি শপ। এরই প্রতিবাদে মঙ্গলবার থেকে বিক্ষোভ শুরু করল বামপন্থী সরকারি কর্মাচারিদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটি।



সাবেক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডা. বিধানচন্দ্র রায় সরকারি কর্মচারিদের দুপুরে সস্তায় খাওয়ার জন্য এই  তৈরী করেছিলেন এই ক্যান্টিন হলটি। এখানকার খাবারের ওপর রাজ্য সরকার ভর্তুকিও দিত। এটির পরিচালনার দায়িত্বে আছে সরকারি কর্মচারিদের সমবায়।

শুধু খাওয়া নয়, বিভিন্ন সময়ে সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের সভা-সমাবেশ হত এখানে।

গত শনি ও রোববার এটি ভাঙার কাজ হয় সরকারি ছুটির দিন ছিল বলে। এরপর ভিতরে দেওয়াল তুলে দিয়ে ভাগ করা হচ্ছে হলটিকে।

এই সিদ্ধান্ত থেকে সরে আসতে কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠিও দেওয়া হয় বলে দাবি করেছে সংগঠনটি।

কিন্তু মুখ্যমন্ত্রী কথা রাখলেন না বলে অভিযোগ তাদের।

জানা গেছে, এই ক্যান্টিন হলে কর্মরত ৩৩ জন কর্মীকে অন্য কাজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘন্টা, জুলাই ০৬,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।