ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুখ্যমন্ত্রীর ইচ্ছায় রাজ্য মন্ত্রিসভার রদবদল হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জুলাই ৭, ২০১১

কলকাতা: প্রশাসনের কাজের গতি আরও বাড়াতে ক্ষমতায় আসার ৪৭ দিনের মাথায় রাজ্য মন্ত্রিসভার রদবদল করতে চলেছেন মমতা ব্যানার্জি। এই রদবদলে নতুন কেউ মন্ত্রিসভায় আসছেন না।

শুধু মন্ত্রকের রদবদল করা হচ্ছে।

মহাকরণ সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে স্কুল শিক্ষার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হচ্ছে। এই মন্ত্রকের বর্তমান মন্ত্রী রয়েছেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তাকে কৃষি মন্ত্রকের দায়িত্ব দেওয়া হচ্ছে।

এতদিন রাজ্যের কৃষি মন্ত্রক দেখতেন মুখ্যমন্ত্রী নিজে। কৃষির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল আইনমন্ত্রী মলয় ঘটককে। আজই বৃহস্পতিবার মন্ত্রীসভার এই রদবদলের কথা ঘোষণা করবেন মমতা ব্যানার্জি।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।