ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে সোনিয়া গান্ধী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে সোনিয়া গান্ধী

কলকাতা: নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গে আসছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বুধবার (১৩ এপ্রিল) তিনি রাজ্যে আসেন এবং একই দিনে তিনি পশ্চিমবঙ্গের মালদা জেলার সুজাপুরে নির্বাচনী একটি জনসভায় বক্তব্য রাখবেন।

 

সুজাপুর কেন্দ্রের বাম সমর্থিত জোট প্রার্থী কংগ্রেসের ইশা খান চৌধুরীর সমর্থনে সভা করবেন তিনি।

কয়েকদিন আগেই একই এলাকায় সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে খুবই গুরুত্ব দিচ্ছে কংগ্রেস। বামফ্রন্টের সঙ্গে জোট গঠনের ফলে ভালো ফলের আশা তৈরি হয়েছে কংগ্রেস শিবিরে।

এর আগে পশ্চিমবঙ্গ সফর করেছেন রাহুল গান্ধী। জানা যায়, এপ্রিল মাসে আবার আসতে পারেন রাহুল। এ পরিপ্রেক্ষিতে সোনিয়া গান্ধীর পশ্চিমবঙ্গে সভা করা খুবই গুরুত্বপূর্ণ।

এদিকে সভাস্থল থেকে ১০০ মিটারের মধ্যে কিছু হাতবোমা উদ্ধার হয়েছে বলে জানা যায়। এই ঘটনায় কংগ্রেস কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
ভিএস/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।