ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

১৮ এপ্রিল ১৯৭১ স্মরণে কলকাতায় আলোকচিত্র প্রদর্শনী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
১৮ এপ্রিল ১৯৭১ স্মরণে কলকাতায় আলোকচিত্র প্রদর্শনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: ১৮ এপ্রিল, কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনের জন্য এক ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এদিনে উপ হাইকমিশন দফতরের তৎকালীন কর্মীরা অসীম সাহসের সঙ্গে কলকাতা কমিশন ভবনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।

যা পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন হিসেবে স্থান করে নেয়।
 
দিনটি স্মরণে কলকাতার আইসিসিআর-এর বেঙ্গল গ্যালারিতে সোমবার (১৮ এপ্রিল) এক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন উপ হাইকমিশনার জকি আহাদ এবং আইসিসিআর’র পরিচালক গৌতম দে।

উদ্বোধন অনুষ্ঠানে সেই সময়ে কমিশনের বাঙালি কর্মচারীদের অসীম সাহসের কথা স্মরণ করে জকি আহাদ দিনটির গুরুত্বের কথা তুলে ধরেন।
 
গৌতম দে মুক্তিযুদ্ধের সময়কার ছবি দেখে বলেন, একেকটি ছবি একেকটি দলিল। ছবিগুলি দেখে বোঝা যায়, কতটা নৃশংসভাবে নিরীহ মানুষদের হত্যা করা হয়েছিল।
 
উল্লেখ্য, বাংলাদেশের বাইরে ১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনেই প্রথম কোথাও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
ভিএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।