ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জঙ্গলমহল নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক মহাকরণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জুলাই ৯, ২০১১

কলকাতা: মহাকরণে জঙ্গলমহল নিয়ে শনিবার এক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।

 বৈঠকে উপস্থিত ছিলেন জঙ্গলমহলের তিন জেলা বাঁকুড়া, পুরলিয়া ও পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ সুপাররা।

এছাড়া রাজ্যের ডিজি, আইজি, এডিজি বৈঠকে অংশ নেন।

মহাকরণ সূত্রে জানা গেছে, মূলত জঙ্গলমহলের উন্নয়ন নিয়েও এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে পূর্ত ও পরিবহনমন্ত্রী সুব্রত বক্সি ও পূর্ত প্রতিমন্ত্রী সুব্রত সাহার বৈঠক হয়। জঙ্গলমহলের সড়ক, পরিকাঠামো, প্রশাসনিক কেন্দ্রগুলোর পরিকাঠামো তৈরির জন্যও ব্যবস্থা গ্রহণ করা হয়।  

উল্লেখ্য, বৃহস্পতিবার মহাকরণে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, জঙ্গলমহলের ৪৬ জন বন্দিকে মুক্তি দেওয়া হবে।

এ সময় তিনি মাওবাদীদের অস্ত্র সংবরণ করে আলোচনায় বসার কথাও বলেন। আত্মসমর্পণকারীদের বিশেষ পুরস্কার দেওয়া এবং তাদের নিরাপত্তা সরকার দেখবে বলেও জানান তিনি।

মূলত মাওবাদীদের মূল স্রোতে ফেরাতেই মমতা ব্যানার্জি এসব পদক্ষেপ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।