ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় বিশ্ব পুস্তক দিবস উপলক্ষে অনুষ্ঠান

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৩৪, এপ্রিল ২৪, ২০১৬
আগরতলায় বিশ্ব পুস্তক দিবস উপলক্ষে অনুষ্ঠান ছবি - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: বিশ্ব পুস্তক দিবস উপলক্ষে শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় আগরতলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

রাজধানীর বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে অনুষ্ঠানের সূচনা করেন ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী।

বিশ্ব বরেণ্য লেখক শেক্সপিয়ারের প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলন ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

মন্ত্রী বলেন, বইয়ের প্রতি মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য পুস্তক দিবসের তাৎপর্য অনেক। বইয়ের কোনো বিকল্প নেই। পাশাপাশি প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে ভাষা হারিয়ে যাচ্ছে, বিষয়টি উদ্বেগের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের সচিব জগদীশ সিং, অধিকর্তা ড. বিপ্রদাস পালিতসহ অন্যরা।

এছাড়া এতে শিশুদের আবৃত্তি প্রতিযোগিতা, পুস্তক প্রদর্শনী, আলোচনাচক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো।

বাংলাদেশ সময়: ০৩২১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এএনজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।