ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় বিএসএফ সদস্যকে কুপিয়ে জখম

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, মে ২, ২০১৬
আগরতলায় বিএসএফ সদস্যকে কুপিয়ে জখম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: সীমান্তে টহল দেওয়ার সময় চোরাকারবারীদের দা'য়ের কোপে আশু পাল (২৩) নামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) এক সদস্য জখম হয়েছেন।

 

রোববার (০১ মে) স্থানীয় সময় ভোরে ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কুলুবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে।

এদিন কুলুবাড়ী সীমান্তের বিওপি’র বিএসএফ’র ১৪৫ নম্বর ব্যাটালিয়নের সদস্য আশু পাল টহল দিচ্ছিলেন। এ সময় সেখান দিয়ে পণ্য পাচারে বাধা দেন তিনি। এ সময় পাচারকারীরা দা দিয়ে কুপিয়ে তাকে জখম করেন। তার চিৎকার শুনে অন্য জওয়ানরা ছুটে এসে দুই চোরাকারবারীকে আটক করলেও অন্য একজন পালিয়ে যান।

আহত জওয়ানকে আগরতলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩৪৯ ঘণ্টা, মে ০২, ২০১৬
জিসিপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।