ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় বজ্রপাতে নিহত ২, আহত ১৫

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, মে ১৮, ২০১৬
ত্রিপুরায় বজ্রপাতে নিহত ২, আহত ১৫ ছবি - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার খোয়াই জেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন।

বুধবার (১৮ মে) এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ খোয়াইয়ের বেহালাবাড়ী এলাকায় ২০ জন শ্রমিক কাজ করছিলেন। তখন হঠাৎই প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এতে ১৭ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

তাদের সঙ্গে সঙ্গে বেহালাবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দুই শ্রমিক বিট্টু দেববর্মা (১৮) ও বাসনা দেববর্মাকে (৪৭) মৃত বলে ঘোষণা করেন। বাকি ১৫ জনের চিকিৎসা চলছে বেহালাবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খোয়াই জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনার পর বেহালাবাড়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যান খোয়াইয়ের জেলা শাসক অপূর্ব রায়সহ প্রশাসনের একটি দল।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ১৮, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।