ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ‘অরণ্য সপ্তাহ’ উদ্বোধন করলেন মমতা ব্যানার্জি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১১
কলকাতায় ‘অরণ্য সপ্তাহ’ উদ্বোধন করলেন মমতা ব্যানার্জি

কলকাতা: পশ্চিমবঙ্গ সরকারের বনমন্ত্রক ও কলকাতা পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত ‘অরণ্য সপ্তাহ’র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

কলকাতার রবীন্দ্র সরোবরে বৃহস্পতিবার দুপুরে নিজে হাতে একটি গাছের চারা লাগিয়ে অরণ্য সপ্তাহের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।



এর আগে কলকাতার দেশপ্রিয় পার্ক থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন, পৌর ও নগরোন্নয়নমন্ত্রী ববি হাকিম, বিধানসভার মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায়, কলকাতা মেয়র শোভন চ্যাটার্জি, তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, দেবশ্রী রায় প্রমুখ।
 
উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, ‘গাছ মানুষের প্রাণ। তাই রাজ্যকে সবুজায়ন করে তুলতে হবে। অরণ্য সপ্তাহে বনমন্ত্রকের পক্ষ থেকে তিন কোটি গাছ লাগানোর পাশাপাশি আরও এক কোটি গাছ জনসাধারণের মধ্যে বিলি করা হবে। ’

অরণ্য সপ্তাহ চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত। ওই দিন নদীয়া জেলার কল্যানীতে অরণ্য সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হবে। সমাপ্তি অনুষ্ঠানে বনমন্ত্রী হীতেন বর্মনের উপস্থিত থাকার কথা রয়েছে।

ভারতীয় সময়: ১২১২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।