ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি হারুন গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৯ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১
কলকাতায় ইন্ডিয়ান মুজাহিদিন জঙ্গি হারুন গ্রেপ্তার

কলকাতা: ভারতের বাণিজ্য নগরী  মুম্বাইয়ের সম্প্রতি ঘটে যাওয়া সিরিয়াল বোমা বিস্ফোরণে অভিযুক্ত সন্দেহে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হল ইন্ডিয়ান মুজাহিদিনের এক সদস্য।

কলকাতা পুলিশ সুত্রে জানা গেছে, গুজরাট অ্যাণ্টি  টেরর স্কোয়াডের তরফ  থেকে পাওয়া খবরের সূত্র ধরে  সোমবার সকালে কলকাতা পুলিশ হারুন নামে ঐ জঙ্গিকে গ্রেপ্তার করে।



পুলিশ সুত্রে আরও জনা গেছে, ইন্ডিয়ান মুজাহিদিনের আর এক সদস্য গুজরাটে গ্রেপ্তার করা পর তাকে জেরা করে হারুনের কতা জানা যায়। হারুন মুজাহিদিনের সদস্য সংগ্রহের কাজ করত।

কলকাতা হুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘তারা হারুনকে জেরা করে সম্প্রতি ঘটে যাওয়া মুম্বাই বিস্ফোরণের ঘটনা এবং ইন্ডিয়ান মুজাহিদিনের কার্যকলাপ সর্ম্পকে তথ্য জোগাড় করবেন। ’

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।