ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় ডায়রিয়া বিষয়ে মিডিয়া কর্মশালা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১০ ঘণ্টা, জুলাই ৬, ২০১৬
আগরতলায় ডায়রিয়া বিষয়ে মিডিয়া কর্মশালা

আগরতলা: আগামী ১১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ত্রিপুরা রাজ্যজুড়ে পালিত হবে তীব্রতর ডায়রিয়া নিয়ন্ত্রণ পক্ষকাল।

এ উপলক্ষে মঙ্গলবার (০৫ জুলাই) আগরতলায় রাজ্যভিত্তিক মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন ও ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর’র যৌথ উদ্যোগে কর্মশালাটি আয়োজিত হয় আগরতলা প্রেসক্লাবে।

রাজ্যভিত্তিক মিডিয়া কর্মশালায় উপস্থিত ছিলেন- ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন’র ত্রিপুরার মিশন ডাইরেক্টর রাভেল হেমেন্দ্র কুমার, ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর’র সদস্য সচিব এস কে চাকমা, ডাইরেক্টর এন ডার্লং, জন জন-সংযোগ আধিকারিক পারিজাত দত্ত প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৬
এসএনএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।