ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ১৪৪ ধারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
ত্রিপুরার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় ১৪৪ ধারা

আগরতলা: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চলাফেরার ওপর বিধিনিষেধ আরোপ করে ১৪৪ ধারা জারি কর‍া হয়েছে।

ত্রিপুরার পশ্চিম জেলার জেলাশাসক ডা. মিলিন্দ রামটেক জেলার অন্তর্গত সদর ও মোহনপুর মহকুমা এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন।

সীমান্তের ৫শ’ মিটার এলাকায় স্থানীয় সময় রাত ৮টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত চলাফেরার ওপর বিধিনিষেধের সময় নির্ধারণ করা হয়।

এদিকে, এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আধাসামরিক বাহিনী ও পুলিশ কর্মীদের চলাচলে এবং জেলা পুলিশ সুপার, সদর ও মোহনপুর মহকুমা শাসকের অনুমোদন প্রাপ্ত ব্যক্তি, সরকারি কাজে নিয়োজিত কর্মচারী ও জরুরি চিকিৎসায় চলাচলের ক্ষেত্রে এই আদেশ কার্যকর হবে না।

এই আদেশ আগামী ৩ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে এবং আদেশ ভঙ্গকারীদের ভারতীয় দণ্ড বিধির ১৮৮ধারা অনুসারে দোষী সাব্যস্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
এসআরএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।