ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

হেলমেট না থাকলে স্কুলে প্রবেশ করা যাবে না কলকাতায়!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
হেলমেট না থাকলে স্কুলে প্রবেশ করা যাবে না কলকাতায়!

কলকাতা: বাবা বা মায়ের মাথায় হেলমেট থাকলেও শিশুটির মাথা ফাঁকা! এ দৃশ্য কলকাতায় অপরিচিত নয়। কিন্তু এ বিপদজনক অভ্যাসের রাশ টানতে এবার সচেষ্ট হয়েছে কলকাতার বেশ কিছু বিদ্যালয়।

স্কুটার বা মোটরসাইকেলে চড়ে বিদ্যালয়ে এলে শিক্ষার্থীর মাথায় থাকতে হবে হেলমেট। না হলে সেই শিক্ষার্থীকে বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। এ কথা জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব স্কুলস ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেটের সম্পাদক নবারুণ দে।

সোমবার (১৮ জুলাই) এ মর্মে নির্দেশ জারি করেছে কলকাতার বেশ কিছু বিদ্যালয়। এর আগে নিরাপত্তাজনিত কারণে কলকাতার পেট্রোল পাম্পগুলোতে হেলমেট না পড়লে জ্বালানি তেল না দেওয়ার নির্দেশ জারি করেছিল পশ্চিমবঙ্গ সরকার।

দুর্ঘটনা এড়াতে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার বেশ কয়েকটি উড়াল সেতুতে মাঝ রাতে মোটারসাইকেল চালানো বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে। এরপর বিদ্যালয়গুলোর এ কড়া অবস্থান হেলমেট ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
ভি.এস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।