ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা কখনই লন্ডন হবে না: বিমান বসু

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ২৬, ২০১১
কলকাতা কখনই লন্ডন হবে না: বিমান বসু

কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কলকাতাকে লন্ডন শহরে মতো বানানোর পরিকল্পনাকে তীব্র কটাক্ষ করলেন বামফ্রন্ট সভাপতি ও সিপিএম নেতা বিমান বসু।

মঙ্গলবার সিপিএমের রাজ্য কার্যালয় আলিমুদ্দিন স্ট্রিটে বিমান বসু বলেন,‘ ঠিকমতো কাজ করলে কলকাতাকে লন্ডন বানানোর কথা ভাবতে হবে না।

কলকাতা যাতে বর্ষাকালে জলবদ্ধতা মুক্ত হয়,সেই কথাই আগে ভাবতে হবে। ’

তিনি আরও বলেন,‘ মানুষ যাতে সুস্থ, স্বাভাবিক ভাবে জীবন-যাপন করতে পারে সেই দিকেই সরকারের নজর রাখা উচিৎ। ’

এই প্রসঙ্গে তিনি আরও বলেন,‘ লন্ডন কখনই কলকাতার মতো ট্রপিকাল অঞ্চলভুক্ত নয়, তাই কলকাতা কখনই লন্ডন হতে পারে না। তবে মুখ্যমন্ত্রী যদি কলকাতাকে লন্ডন বানাতে পারেন তাহলে তাদের আপত্তি নেই। ’

এদিন তিনি আবারও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও নির্বাচনী ফল প্রকাশের পর ২৭ জন বামকর্মীর মৃত্যুর প্রতিবাদ করেন।

ভারতীয় সময়: ১৮১৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।