ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতাজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, আগস্ট ১, ২০১১
কলকাতাজুড়ে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়

কলকাতা: অনেক বছর পর ব্যাপক বিদ্যুৎ বির্পযয়ে নাকাল হয়েছে কলকাতাবাসী। সোমবার দিবাগত রাত ১২টা থেকে হঠাৎ মহানগরীতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।



এর ফলে বিভিন্ন হাসপাতালসহ শহরের বিভিন্ন অংশ লোডশেডিংয়ের কবলে পড়েছে।

কলকাতার বিদ্যুৎ সরবারহকারী সংস্থা সিইএসসি জানিয়েছে, প্রায় ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে। এদিকে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণও খুব বেশি হওয়ায় মানুষ নাকাল হচ্ছে।

এদিন কলকাতার বিভিন্ন হাসপাতালে সকাল ১০টা থেকে বিদ্যুৎ না থাকায় সপ্তাহের প্রথমদিন আউটডোরের রোগীরা বিপাকে পড়েন। কয়েকটি হাসপাতালে জরুরি অপারেশনও বন্ধ রাখতে হয়। এক ঘণ্টা পরে জেনারেটর চালু করে পরিস্থিতি আয়ত্তে আনা হয়।

সিইএসসি সূত্রে জানা গেছে, রোববার রাতে হুগলী জেলার জিরাটে একটি বিদ্যুতের সাব স্টেশনে আগুন লাগায় রাত সোয়া ১১ টা থেকে লোডশেডিং হয়।

সোমবার সকালে আবার বজবজের ২৫০ ও ১৫০ ইউনিটের দুটি ইউনিট বসে যায়।

কসবা সাব স্টেশনে ৪০ ইউনিট ইম্পোর্ট করা হয় সেটিও বিকল হয়ে যাওয়ায় এ বিপর্যয় হয়েছে বলে সিইএসসি জানিয়েছে।

সিইএসসি জানিয়েছে, বিকেল ৩টার পর পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসবে। দফায় দফায় বিভিন্ন এলাকায়  লোডশেডিং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।