ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় বাংলাদেশ ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
আগরতলায় বাংলাদেশ ব্যবসায়ী প্রতিনিধিদের বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলায় আয়োজিত বিজনেস সামিট উপলক্ষে বাংলাদেশ থেকে আগত প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার পবিত্র কর।  

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আগরতলার রাজ্য সরকারের অতিথিশালা সোনারতরিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ডেপুটি স্পিকার পবিত্র কর জানান, ব্যবসার জন্য বাংলাদেশের শিল্প উদ্যোক্তাদের ত্রিপুরা সরকারের পক্ষ থেকে তাদেরকে সব ধরণের সহযোগিতা করা হবে।

ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে তবে কোনো ব্যবসা শুরুর আগে উভয় পক্ষের মধ্যে আলোচনা করতে হয়।  

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
এসআরএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।