ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় মাতৃভাষা মিশনের উদ্যোগে শারদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
আগরতলায় মাতৃভাষা মিশনের উদ্যোগে শারদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার প্রয়াত কবি ও প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের প্রতিষ্ঠিত মাতৃভাষা মিশনের উদ্যোগে ঘরোয়া পরিবেশে শারদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন উপস্থিত ছিলেন- মাতৃভাষা মিশনের চেয়ারম্যান ড. গোপাল মনি দাস, রাজ্যের বিশিষ্ট প্রাবন্ধিক অগ্নি কুমার আচার্য প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আরশি কথা পত্রিকার সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্তনু শর্মা।

এতে সঙ্গীত পরিবেশন করেন- শিল্পী ডালিয়া দাস, দেবাশিষ রায়, প্রশান্ত কর্মকার।
 
বাচিক শিল্পী সিদ্ধার্থ হালদার কবিতা পাঠের পাশাপাশি রাজ্যের কমলপুর, কাঞ্চনপুর মহকুমা থেকে আসা মাতৃভাষা মিশনের মহকুমা শাখার সম্পাদক বন বিহারী বড়ুয়া, অমল চন্দসহ আরও অনেকে কবিতা পাঠ করেন।

গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি রাজ্যের লেখকদের তুলে ধরারও চেষ্টা চলছে বলে জানায় মাতৃভাষা মিশন।  

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৬
এসসিএন/জিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।