ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সাফল্যের কারণ খুঁজতে মমতার ব্রেন ম্যাপিং

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১১
সাফল্যের কারণ খুঁজতে মমতার ব্রেন ম্যাপিং

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিবর্তনের কান্ডারি মমতা ব্যানার্জির সাফল্যের কারণ বিজ্ঞান সম্মতভাবে খুঁজতে এবার তার মস্তিকের পরীক্ষা (‘ব্রেন ম্যাপিং’) করা হবে।

ভারত সরকারের সংস্থা ঝাড়খন্ড রাজ্যের রাঁচিতে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) এই কাজ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছে।



শুধু মমতা ব্যানার্জি নন, এই তালিকায় রয়েছেন ভারতের সফল ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও আইটি জগতের অন্যতম ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি।

আইআইএম সুত্রে জানা গেছে, ‘সেন্ট্রাল ইনস্টিউট অব সাইকিয়াট্রিস্টকে নিয়ে সমগ্র বিষয়টির পরিকল্পনা করা হয়েছে।

আইআইএম’র অধিকর্তা এমজে জেভিয়ার বলেছেন, সব ঠিক থাকলে এই তিনজনের সঙ্গে যোগাযোগ করা হবে।

কেন এই পরিকল্পনা? তার উত্তরে তিনি জানিয়েছেন, বিভিন্ন পরিস্থিতির সাপেক্ষে কে কী সিদ্ধান্ত দেয় সেটাই একজন সফল এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য গড়ে দেয়। কী কারণে দু’দলের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দু’রকমের হয় ব্রেন ম্যাপিংয়ের মাধ্যমে আমরা সেটাই দেখার চেষ্টা করব।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।