ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কুমিরের কামড়ে বাঘের মৃত্যু!

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১১
কুমিরের কামড়ে বাঘের মৃত্যু!

কলকাতা: পশ্চিমবঙ্গের সুন্দরবনে কুমিরের কামড়ে একটি বাঘের মৃত্যু হয়েছে বলে অনুমান করছে রাজ্য বনবিভাগ।

বনবিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে দোবাঁকি জঙ্গলের বিট অফিসের সামনে ওই বাঘটির লাশ দেখতে পান বনবিভাগের একজন বিটকর্মী।

বাঘটির সারা শরীরে কোন গুলির ক্ষত পাওয়া যায়নি। শুধু তার পায়ের একটা অংশ কিছু কাটা  ছিল। আর তার চারপাশে একটি কুমিরকে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছিল।

বনবিভাগের প্রাথমিক অনুমান, ওই কুমিরের কামড়েই মৃত্যু হয়েছে বাঘটির।

তবে আজ পর্যন্ত সুন্দবনে এ ধরণের ঘটনা কোন উদাহরণ নেই বলে দাবি বনবিভাগের।

আর সেই কারণে বাঘটির মৃত্যুর কারণ নিয়ে ধন্ধে আছে বনবিভাগ। তাই বাঘটির লাশ ময়নাতদন্ত করতে পাঠানো হয়েছে।

এজন্য আলিপুর চিড়িয়াখানার প্রধান চিকিৎসক ডা. ঘোষের নেতৃত্বে একটি তিন সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।