ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আব্বাসউদ্দিনের জন্মদিন উদযাপিত হবে কলকাতায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
আব্বাসউদ্দিনের জন্মদিন উদযাপিত হবে কলকাতায়

কলকাতা: ৪ ও ৫ নভেম্বর কলকাতায় উদযাপিত হবে প্রখ্যাত বাংলা লোকসংগীত শিল্পী আব্বাসউদ্দীন আহমদের জন্মদিন। আব্বাসউদ্দীন স্মরণ সমিতি ও বাংলাদেশ উপ হাই কমিশনের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়েছে।

 

এ উপলক্ষে দুই দিন ধরে কলকাতার উপ হাইকমিশন প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই বাঙলার নাম করা সব শিল্পীরা।

প্রতি বছরের মতো এ বছরেও অনুষ্ঠান নিয়ে কলকাতার সংগীতপ্রেমী মহলে যথেষ্ট উৎসাহের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।