ঢাকা, রবিবার, ২৪ কার্তিক ১৪৩১, ১০ নভেম্বর ২০২৪, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভারত ও বাংলাদেশের যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া হবে টাঙ্গাইলে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
ভারত ও বাংলাদেশের যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া হবে টাঙ্গাইলে 

আগরতলা: বাংলাদেশের টাঙ্গাইল জেলায় ৫ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ভারত-বাংলাদেশ যৌথ সামরিক প্রশিক্ষণ মহড়া ‘সম্প্রতি ২০১৬’ অনুষ্ঠিত হবে।

দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা করার প্রয়াস থেকে এ মহড়া হতে যাচ্ছে।

 

এর মাধ্যমে উভয় দেশের বাহিনীই উগ্রপন্থা মোকাবিলা ও সন্ত্রাস বিরোধিতামূলক পরিবেশে যৌথভাবে কাজ করবে।

এই মহড়া এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যেখানে উভয় বাহিনীর অংশগ্রহণকারীরা পরস্পরের সাংগঠনিক কাঠামো এবং কৌশলী ব্যূহ রচনার সঙ্গে প্রাথমিকভাবে পরিচিত হতে পারবে।  
সেই সঙ্গে, এই প্রশিক্ষণ থেকেই শুরু হবে যৌথ কৌশলগত মহড়া। যেখানে উভয় দেশের সেনাবাহিনী যুদ্ধ কৌশল অনুশীলন করবে।  

বৃহস্পতিবার (৩ নভেম্বর) ভারত সরকারের প্রেস ইনফর্মেশন ব্যুরো থেকে পাঠানো এক প্রেস রিলিজ এ তথ্য জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।