ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে মমতার আবেদন

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১
পশ্চিমবঙ্গের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে মমতার আবেদন

কলকাতা: বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৃহস্পতিবার দুপুরে দলমত নির্বিশেষে সবাইকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বললেন। ব্যাপক বৃষ্টির ফলে কদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় নদীগুলি বিপদসীমার ওপর দিয়ে বইছে।

একাধিক জেলায় বন্যা শুরু হয়েছে।

এদিন বিধানসভা অধিবেশনে বিরোধীরা প্রশ্ন তোলেন, রাজ্যকে বন্যা দুর্গত বলে ঘোষণা করা হচ্ছে না কেন।

মুখ্যমন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে বলেন, ‘রাজনীতির উর্দ্ধে উঠে মাঠে নেমে কাজ করতে হবে।   পরপর ছয় দিনের প্রবল বর্ষণ এবং ডিভিসির ছাড়া পানিতে হাওড়া-হুগলি-বর্ধমান-নদিয়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ’

তিনি আরও বলেন,‘ এর জন্য সরকারের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ৯০ হাজার ত্রিপল ও দুই মেট্রিক টন চাল দুর্যোগপূর্ণ এলাকায় পাঠানো হয়েছে। জেলাশাসক ও মহকুমাশাসককে সতর্ক করে দেওয়া হয়েছে। ’

মুখ্যমন্ত্রী এদিন জানান, ইতিমধ্যে ডিভিসি থেকে ৮০ হাজার কিউসেকের বেশি পানি ছাড়া হয়েছে। মাইথন এবং পাঞ্চেত বাঁধের থেকে ছাড়া পানি নদিয়া-বর্ধমান-হুগলির বিভিন্ন এলাকাকে জলমগ্ন করেছে।

ভারতীয় সময়: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।