ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যের বুদ্ধিজীবীদের এবার সম্মাননা দেবে কংগ্রেস

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১১

কলকাতা: রাজ্যের বুদ্ধিজীবীদের সম্মাননা জানাতে এবার জোট সঙ্গী তৃণমুলের দেখানো পথের আশ্রয় নিল কংগ্রেস। পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার উদ্যোগে এই অনুষ্টানের আয়োজন করতে যাচ্ছে কংগ্রেস।



রাজ্য কংগ্রেস সূত্রে জানা গেছে, আগামী ২০ আগস্ট কলকাতার ঐতিহাসিক টাউন হলে হবে এই অনুষ্ঠান। সম্মাননা জানানো হবে ক্রীড়া, অভিনয় ও সঙ্গীত জগতের বেশ কয়েকজন কৃতি ব্যক্তিকে।

এদের মধ্যে রয়েছেন ওস্তাদ রশিদ খান, প-িত অজয় চক্রবর্তী, কুমার বসু, সাবেক চলচ্চিত্রশিল্পী সাবিত্রী চ্যাটার্জি প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য কংগ্রেসের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে গুণিজনদের হাতে সম্মাননা তুলে দেবেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি।

রাজনৈতিক মহলের ধারণা, রাজ্যের বুদ্ধিজীবীদের সম্মানিত করে কংগ্রেস বোঝাতে চাইছে, শুধু তৃণমুল নয় তাদের দলও রাজ্যের গুণী মানুষদের সম্মান করে।

ভারতীয় সময়: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।