ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

তাজমহলে হয়ে যান ‘ডিপি’, করুন ‘সিপি’!

আসিফ আজিজ, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
তাজমহলে হয়ে যান ‘ডিপি’, করুন ‘সিপি’! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পুলিশ অফিসার সুশান্ত গোরে হঠাৎ আটকালেন সামনে এগোনো। দলে পাঁচজন। ঠিক শাহজাহান-মমতাজের সমাধি গেটের মুখে। দিতে বললেন মোবাইল। ট্যুরের কো-অর্ডিনেটর কল্যাণদা মোবাইল এগিয়ে দিতেই পোজ দিতে হাজির মডেল পায়েল।

আগ্রা ঘুরে: পুলিশ অফিসার সুশান্ত গোরে হঠাৎ আটকালেন সামনে এগোনো। দলে পাঁচজন।

ঠিক শাহজাহান-মমতাজের সমাধি গেটের মুখে। দিতে বললেন মোবাইল। ট্যুরের কো-অর্ডিনেটর কল্যাণদা মোবাইল এগিয়ে দিতেই পোজ দিতে হাজির মডেল পায়েল। নির্দেশনাও দিলেন। তখনও আম্পায়ার শামীম, রিপোর্টার রাকিবসহ আমরা জানি না কি হতে চলেছে।

পরে প্যানোরমা অপশন চালু করে পায়েলকে শুধু বললেন ‘মুভ’। এভাবে ৫ সেকেন্ড করে তিন কোণে দাঁড় করিয়ে বললেন, ‘ইটস কলড ডিপি। সমঝ গ্যয়ে আপলোগ?’

তারপর যা দাঁড়ালো তা দেখে সবাই বললো, ‘আমিও করবো’। পরে চারজনকে একসঙ্গে দাঁড় করিয়ে একইভাবে ছবি তুলে দিলেন সুশান্ত।

এবার আমরা জিজ্ঞেস করলাম, ‘ডিপি মানে কি?’
হেসে বললেন, ‘ডিপি মানে ডিরেক্টর অব ফটোগ্রাফি। আর সিপি মানে কভার পিকচার। ’

ট্যুরিস্ট পুলিশের আগ্রা তাজমহল এলাকার ইনচার্জ সুশান্ত সাড়ে ৫ বছর ধরে কাজ করছেন। তাজমহল তার নখদর্পণে। বাংলাদেশ থেকে ইয়ুথ ডেলিগেশন টিম আসায় বিশেষ দায়িত্ব পড়েছে তার।

সবাই যে-যার সুবিধামতো ঘুরছিলো। বলবো, সৌভাগ্যবশত তিনিই ঘুরিয়ে দেখালেন সম্রাট শাহজাহানের এ অমর সৃষ্টি।

পেশাদার গাইডের মতো তিনি যা বললেন, দেখালেন সে নিয়ে বলবো পরের স্টোরিতে।

এবার আসি ‘সিপি’ প্রসঙ্গে। সব ঘুরিয়ে তাজমহলের যমুনা নদীর দিকটায় পশ্চিমে নিয়ে আবার মোবাইল চাইলেন। কীভাবে যেন তিনি তাজমহলের গায়ে ফটোফ্রেম আবিষ্কার করেছেন। তারপর ফ্রেমে দাঁড় করিয়ে দিলেন শামীমকে। ব্যস, হয়ে গেল সিপি!

বিষয়টি নিশ্চয় কেউ জানে,  উদ্ভাবন করেছে। কিন্তু আমাদের জানানোর কৃতিত্ব যদি সুশান্তর হয়, তাহলে কৃতিত্ব কম নয় সম্রাট শাহজাহানেরও!

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
এএ/জেএম

** সমাধিসৌধে খচিত গান্ধীর ‘শেষ উক্তি’
** দিল্লি জামে মসজিদ থেকে লালকেল্লা
** সান্ধ্য আলোয় যুদ্ধস্মৃতির ইন্ডিয়া গেট
** জাদুটানা দিল্লি জাদুঘর
** বাংলা উচ্চারণেই মুগ্ধতা ছড়ালেন রাষ্ট্রপতি প্রণব
** বাংলাদেশের কাছে কৃতজ্ঞতা প্রণব মুখার্জির
** হিমালয় দেখতে দেখতে সোয়া ২ ঘণ্টায় দিল্লি!
** ভারতে বাংলাদেশের ইয়ুথ ডেলিগেশন টিম
** ভারত যাচ্ছে বাংলাদেশের ইয়ুথ ডেলিগেশন টিম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।