ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিআইডির রিমান্ডে থাকা সাবেকমন্ত্রী সুশান্ত ঘোষের অনশন

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১
সিআইডির রিমান্ডে থাকা সাবেকমন্ত্রী সুশান্ত ঘোষের অনশন

কলকাতা: গড়বেতায় তৃণমুলকর্মীদের হত্যা মামলায় সিআইডির রিমান্ডে থাকা সাবেকমন্ত্রী সুশান্ত ঘোষ অনশনের কথা ঘোষণা করলেন। রাজ্য সরকারের প্রতিহিংসামূলক আচরনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি এই পথ অবলম্বন করেছেন বলে জানা গেছে।



এদিন হাসপাতাল থেকে বন্ডে ছাড়িয়ে নিয়ে যায় সিআইডি। খড়গপুর থানায় একঘণ্টা রাখা হয়।

বুধবার সকাল ৯টা ২০ মিনিট নাগাদ কলকাতার পিজি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপরে সিআইডি আধিকারকরা বন্ডে সই করে তাকে পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম আদালতে নিয়ে যায়। বেলা ২টা নাগাদ তাকে মেদিনীপুর আদালতে বিচারক মনোজ রায়ের এজলাসে তোলা হয়। সিআইডি তাকে আবার জেরা করার জন্য নিজেদের রিমান্ডে রাখার আবেদন করবেন।

এদিন আদালতে সিআইডি জানায় ৭ দিনের মধ্যে মাত্র ৪৮ ঘন্টা সময় পেয়েছে প্রশ্ন করার জন্য। তাই তারা আর কিছুদিন সময় চায় জিজ্ঞাসাবাদের জন্য।

বিচারক মনোজ রায় সুশান্ত ঘোষকে ৪ দিনের সিআইডি রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আদালতে তোলার আগে তাকে খড়গপুর থানায় খাবার দেওয়া হলে তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেন।

উল্লেখ্য, মঙ্গলবার তার এঞ্জিওগ্রাফি করা হয়। এরপরে একদিন হাসপাতালে রাখার কথা থাকলেও কিন্তু সময় শেষ হওয়ার আগেই সিআইডি তাকে বন্ডে সই করে আদালতে নিয়ে যায়। এদিন তার ৭ দিনের রিমান্ড শেষ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।