ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রবীন্দ্রজয়ন্তী পালনে বিশ্বভারতীতে নিউইয়র্কের মেয়রের আবেদন

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১
রবীন্দ্রজয়ন্তী পালনে বিশ্বভারতীতে নিউইয়র্কের মেয়রের আবেদন

কলকাতা: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সার্ধশতবর্ষের অনুষ্ঠান করতে চেয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র আরব্লুম কার্গে।

ভারতের বাইরে বিদেশে রবীন্দ্রজয়ন্তী পালন করতে গেলে বিশ্বভারতীর লিখিত অনুমতি নিতে হয়।

তাই নিউইয়র্ক সিটির মেয়র এই আবেদন করেছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য উদয়নারায়ণ সিং।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বভারতী প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলনে উপাচার্য বলেন, ‘নিউইয়র্ক থেকে আবেদনপত্রটি আমাদের কাছে এসেছে। তারা অনুমতি চেয়েছেন প্রতিবছর ৭ মে তারা রবীন্দ্রজয়ন্তী পালন করবেন। ’

তিনি আরও বলেন, ‘গত ৭ মে নিউইয়র্কের টাইমস স্কোয়ারের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হলেও তিনি যেতে পারেন নি। ’

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।