বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের কাছে বেগবাগানে এ মিছিল করা হয়।
ভারত-বাংলাদেশ জনসংহতি ও হকার্স সংগ্রাম কমিটি নামে দু’টি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে জনসংহতির যোগ দেওয়ার কথা থাকলেও বিকেল ৫টা পর্যন্ত সেখানে যোগ দেয়নি তারা। তবে আন্দোলনকারীরা সংঘবব্ধ হয়ে আবার মিছিল বের করতে পারে বলে শঙ্কা থেকে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষত উপ-হাইকমিশনের চারদিকে পুলিশি অবস্থান বাড়ানো হয়েছে।
এর আগে, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ভারতে একাধিক প্রতিবাদ সভার আয়োজন হলেও এই প্রথম কোনো গ্রেফতারির ঘটনা ঘটলো।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭/আপডেট ১৭৩৬ ঘণ্টা
ভিএস/এইচএ/