ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় পালিত হয়েছে মাতৃভাষা দিবস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
কলকাতায় পালিত হয়েছে মাতৃভাষা দিবস ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদিতে মাল্যদান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতার ধর্মতলা এলাকায় ভাষা শহীদদের স্মরণে পালিতে হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের ভাষা শহীদ স্মারক সমিতির আয়োজনে ওই এলাকার কার্জন পার্কের ভাষা শহীদ উদ্যানে দিবসটি পালিত হয়।

শহীদ বেদিতে মাল্যদান করেন- লেখক দীবেন্দু পালিত, শ্যামল কান্তি চক্রবর্তী, চিত্রশিল্পী সুভাপ্রশন্ন, অধ্যাপক পবিত্র সরকার, তপন মিত্র, দিলীপ চক্রবর্তী, কবি পঙ্কজ সাহা, আর এস পি নেতা গোস্বামীসহ লেখক, শিল্পী ও সাহিত্যিকরা ছাড়াও সাধারণ বাংলাভাষা প্রেমী মানুষেরা।

সোমবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকেই কলকাতাসহ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ বরকত, জব্বর, সালাম, রফিক এবং অন্যান্য ভাষা শহীদদের স্মরণে কলকাতার বিভিন্ন এলাকায় স্মৃতিফলকে মাল্যদান করে শ্রদ্ধা জানান।

এ উপলক্ষে কলকাতার কার্জন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়াও যথাযথ সম্মানের সঙ্গে কলকাতা উপ দূতাবাসে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এস.এস/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।