ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বলিউড অভিনেতা ওম পুরিকে স্বাধিকার ভাঙার নোটিশ

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১
বলিউড অভিনেতা ওম পুরিকে স্বাধিকার ভাঙার নোটিশ

কলকাতা: ভারতের বলিউড অভিনেতা ওম পুরিকে আন্না ইস্যুতে বিতর্কিত মন্তব্য করার জন্য লোকসভার পক্ষ থেকে স্বাধিকার ভাঙার  নোটিশ দেওয়া হয়েছে।

চলচ্চিত্র অভিনেতা ওম পুরির উপর বেজায় চটেছেন সাংসদরা।

আন্না হাজারের অনশন মঞ্চে ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের ‘অশিক্ষিত’ ও ‘অপারদর্শি’ বলে মন্তব্য করায় তার বিরুদ্ধে সংসদে স্বাধিকার ভাঙার নোটিশ দাখিল করেছেন ৪ জন সাংসদ।

সম্প্রতি দিল্লির রামলীলা ময়দানে আন্না হাজারের অনশন মঞ্চে সাংসদদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেন প্রবীন এই বলিউড অভিনেতা।

এর পরই সাংসদদের অপমান করার অভিযোগ এনে তার বিরুদ্ধে লোকসভা ও রাজ্যসভার দুইজন করে সাংসদ নোটিশ দাখিল করেন।

এদিকে ওম পুরির বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছেন লোকসভার স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান।

যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ওম পুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হয়ত নেওয়া হবে না, কিন্তু তাকে বিব্রতকর পরিন্থিতিতে পড়তে হতে পারে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।